শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আগুন আলো ও অন্ধকারের গল্প ~ লুতফুল হোসেন

অন্ধকার চেনো কি
তার ছুতোয় ছাই ভস্ম
হবার লাগি কতো লগ্ন
খোঁজো আমায় জানো কি 

আগুন আমি ভালোবেসে
সারা গায়ে সাজিয়ে রাখি
লক্ষ কোটি আত্মাহুতি
সনির্বন্ধ সমর্পণের মগ্ন ঋষি
ভীষণ রকম উত্তেজনায়
বুকের ভিতর নৃত্যরত জোনাকী
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...