বুধবার, ১ জুন, ২০১৬

অবন্তী ~ অরুণজীব রায়

অবন্তী,
গতকাল তোমার প্রেরিত প্রেম প্রস্তাব পেয়েছি। এই প্রস্তাবের অপেক্ষায় কাটিয়েছি গত ৬টি বছর। নিজেকে তিল তিল করে গড়ে চলেছি তোমার যোগ্যতায়। হয়ত তোমার চোখে সে যোগ্যতা অর্জিত বলেই এই প্রস্তাব। কিন্তু আমি এখনো যোগ্যতা অর্জন করতে পারিনি। তাই অপেক্ষায় থাকুক আগামী।

অরুণজীব
৯ নভেম্বর ১৯৯৮
#

অবন্তী,
আজ আমি স্নাতক হলাম। 1st Class পেয়েছি। তোমার বাবার সম্মুখে যাবার প্রথম সিঁড়িটি পার হলাম। দুধের গাইটা বন্ধকে রেখে মা M.Sc. ভর্তির টাকা জোগাড় করেছেন। আগামী মাসের টিউশনের টাকা পেলে বন্ধকী গাইটা ছাড়িয়ে নেব।

অরুণজীব
১৫ এপ্রিল, ২০০০
#

অবন্তী,
তোমার গ্র্যাজুয়েশনের সাফল্যে অামি যারপরনাই অানন্দিত হয়েছি। বাবা তোমার সম্বন্ধ দেখছেন শুনে হতাশ হলাম। এখনো তিনটি বছর তোমাকে অপেক্ষা করতে হবে। তাই তুমি এখন বিয়ে করবেনা জানিয়ে দাও এবং মাস্টার্সে এডমিশন নাও।

অরুণজীব
২ মার্চ, ২০০১
#

অবন্তী,
আজ আমার মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হলো। প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। আগামী S.S.C. তে চাকরীটা পেতে হবেই। আমার রেজাল্টের ও আমাদের প্রতীক্ষার খবর তোমার (ও আমার) মা-বাবাকে জানিয়ে রেখো। তুমি আগামী বছর মাস্টার্স কমপ্লিট করবে আর আমি চাকরি পাব। তারপরই বিয়ে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...