রবিবার, ১ মে, ২০১৬

হেরো সিরিজ ( হেরো - ১২ , ১৩ এবং ১৪ ) ~ শুভাশিস সিংহ

হেরো-১২
----------
যতটুকু জীবন
ততটাই বেঁচে
রেশমগুটির মতো

কিছু মূল্যহীন দ্বন্দ্ব
তকমা স্বীকৃতিতে
ভাগাভাগি হলেও
এ ঘরেতে দীর্ঘশ্বাসের
হ্রাস-বৃদ্ধি হয় না
শুধু আয়ু
ধূপকাঠি হয়ে পুড়ে যায়




হেরো-১৩
-----------
অনুরোধের সন্ধ্যায়
একটা ঠোঁটের ছোবলে
দুটো গভীর ক্ষত ছিল

আয়ু উপশম এই চিন্তায়
ডুবে যেতে যেতে
কিছু ঘটনাকে
কুচিয়ে জড়ো করি
মৃত শব্দের শোকে
ফোঁপানো কান্না
ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে

হেরো -১৪ 
-----------
প্রলয় কখন থেমেছে
দাতব্য হৃদয়
তথ্য সংকলন করেনি 
ঝোড়ো হাওয়ার দাপটে
বয়ে গেছে পলাশ
কোন প্রতিবাদ জানায়নি
সমর্থনও করেনি

নীরবতা মানে সমর্থন নয়
তবু কিছু সমর্থনে নীরবতা চাই
প্রয়োজনের গুরুত্ব কমাও
সঙ্গ দাও
যেরকম দিয়েছিলে নদীর ধূপ-ছায়ায়,
অবসরেের যাতনায়, নিষ্পাপ চোখের বিশ্বাসে
অসহায় লাগলে চিৎকার কোরো না
তোমার অসহায়তা
বহু আগেই ফুঁ-এ উড়িয়েছে কেউ
তুমিও ওড়াও
লুব্দ্ধি মাঞ্জায় ময়ূরপঙ্খী
সুতো ছিঁড়লেই
দাপটে বল
ভো কাট্টা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...