রবিবার, ১ মে, ২০১৬

মৃত্যুর হাতছানি ~ সুশান্ত হালদার

বাতাসে আজকাল বড্ড আহাজারি
মুমূর্ষুর আর্ত চিৎকার কান পাতলেই শুনি
সমুদ্রে ভীষণ গর্জন
জলোচ্ছ্বাসে ফুলেফেঁপে উঠেছে নদী
পায়ের নীচে থরোকম্পনে ধরিত্রী
কোথায় যাবে তুমি?

জলে স্হলে অন্তরীক্ষে মৃত্যুর হাতছানি
সবুজে ভরা মাঠ
সেও কেউটের দখলে
কোথায় পালাবে তুমি?

ভালোবাসার আঁচল উড়ালেই
বাজের সুতীক্ষ্ণ দৃষ্টি
চারিদিকে হুক্কাহুয়ার ধ্বনি
চৌচির মাঠ এখন শুধুই অনাবাদী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...