কতো কথা মনে ভাবি
আঁধার কালো রঙিণ চাবি।
সুখ অর্থ সম্পদের লাগি
ভ্রাতৃত্বের বন্ধন ভাগাভাগি।
°
যতো প্রেম ছিলো মনে
বিবাদিলো পিতা পুত্র সনে।
চিরশত্রু আঁধার ঘনে
পিষ্টে কাতর কতো জন বনে।
°
অর্থ দ্বন্ধ স্বার্থের খেলা
এসব ভাবিতে কাটে তার বেলা।
ভাবিত যদি একদিন হবে একেলা
রক্তারক্তিতে হতো না আর মেলা
আঁধার কালো রঙিণ চাবি।
সুখ অর্থ সম্পদের লাগি
ভ্রাতৃত্বের বন্ধন ভাগাভাগি।
°
যতো প্রেম ছিলো মনে
বিবাদিলো পিতা পুত্র সনে।
চিরশত্রু আঁধার ঘনে
পিষ্টে কাতর কতো জন বনে।
°
অর্থ দ্বন্ধ স্বার্থের খেলা
এসব ভাবিতে কাটে তার বেলা।
ভাবিত যদি একদিন হবে একেলা
রক্তারক্তিতে হতো না আর মেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন