রবিবার, ১ মে, ২০১৬

কদর ~ জয়তী ভট্টাচার্য অধিকারী

অভিমান, তুই ফিরে যা নিজের ঘরে
আকাশের বুকে মেঘেদের আনাগোনা,
মুখ বদলায় প্রেমের মালিকানা
আশ্বাস, তোকে ভরসা হয় না আর
চোরাবালি বুকে দাঁড়িয়ে আছিস তুই
ইচ্ছে করে আঙুল বাড়িয়ে ছুঁই
ইচ্ছে, তোর ডানা জোড়া মেলে দে
নীলের বিষে জ্বলে যাক তোর বুক
তবুও চাইবি শেষ চোখে চোখ সুখ?
কষ্ট, আজ তুই আমার দোসর
কেউই তোকে চায় না পেতে কাছে
শুধু আমার কাছেই তোর ভালোবাসা আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...