শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

অধরা ~ জয়তী ভট্টাচার্য অধিকারী

আলেকজান্দ্রিয়ার বাতিঘর
আজও অধরা
তাই, আজও দিকভ্রান্ত আমি।
প্যাপিরাসের পাতায় লিখে রাখি
অসম্পূর্ণ জীবনের অধরা স্বপ্নের কথা।
তুমি বলবে, “পাগলামি”...
কিন্তু আমার স্বপ্নে আমি
“ক্লিওপেট্রা থিও ফিলোপেটা”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...