শূন্য অংকটি দেখতে নিপুন গোল
আমি তাকে নিজের মতন সাজাই
টিকলি কাজল দুল টিপ নোলক
রুপ দেখে নিজেই অবাক হয়ে যাই।
বয়ঃসন্ধির ভাজ পরার আগেই
জলভরা ঘটে হাতে হাত রেখে তুলে আনি
ছেলেবেলার বিবাহ সখ, প্রজাপতি মন
আমি তাকে নিজের মতন সাজাই
টিকলি কাজল দুল টিপ নোলক
রুপ দেখে নিজেই অবাক হয়ে যাই।
বয়ঃসন্ধির ভাজ পরার আগেই
জলভরা ঘটে হাতে হাত রেখে তুলে আনি
ছেলেবেলার বিবাহ সখ, প্রজাপতি মন
ঘরে আলোর রোশনাই , সানাই এর মধুর রেশে
আনন্দ মুখর সব আয়জনের রহস্য উন্মোচন
বাগানে ফুল গাছ লাগানো , জল দেওয়া
এত যত্ন কেবল ফুল ফোটানোর আশায়।
এরপর সে না আসলে ব্যর্থ সব আয়োজন
আনন্দ মুখর সব আয়জনের রহস্য উন্মোচন
বাগানে ফুল গাছ লাগানো , জল দেওয়া
এত যত্ন কেবল ফুল ফোটানোর আশায়।
এরপর সে না আসলে ব্যর্থ সব আয়োজন
শূন্যের প্রকৃতি কেমন হলে প্রতিমার রুপ দেওয়া যায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন