শনিবার, ৫ মার্চ, ২০১৬

সম্পাদিকার ডেস্ক থেকে

" ফুল ফুটুক আর  নাই ফুটুক আজ বসন্ত

শীত শেষ । 
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। দিনান্তের সমস্ত কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন  প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত ।"  মৃদুমন্দ আদুরে  বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে বসন্ত জানিয়ে দিচ্ছে, সত্যি সত্যি সে ঋতুর রাজা। লাল আর হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সাথে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসমান চির-প্রেমিক বাঙ্গালী । বসন্তের শিমুল রঙা রঙে নিজেকে সাজিয়েই সমাগত ৮ই মার্চ -- আন্তর্জাতিক নারী দিবস । বিশ্ব জুড়ে সেদিন পালন করা হবে নারী দিবস , স্বীকার করা হবে নারী- পুরুষের সমানাধিকারের কথা , কিন্তু আদপে কি সত্যিই তাই ? ২০১৪ র পরিসংখ্যান জানাচ্ছে , কাজ পাওয়ার ক্ষেত্রে নারী গোষ্ঠীর শতাংশ মাত্র ৪০ % , -- ১৯৫৭ সালের ৮ই মার্চ নিউইয়র্কের সেলাই কারখানার মহিলা শ্রমিক রা রাস্তায় নামেন , সমানাধিকারের দাবীতে । সেই দিনটি থেকে নারীর জেহাদ শুরু , যা আজও চলমান , Bacause , Women are the real architects of our society .
                    


শুভেচ্ছান্তে , 
পিয়ালী বসু 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...