নারী যে আমার মা
মায়ের মতো এ ভুবনে আপন কেহ না।
সারা বেলা অন্যের ঘরে
রুগ্ন দেহে করিত কাজ।
ছেলের লেখাপড়ার জন্য
ছেড়ে সকল লাজ।
নিজে খায়নিকো আমায় খাওয়াতো
বলতো একদিন বড় হবি।
দেশের কথা মায়ের ব্যাথা
জনে জনে বুঝিয়ে কবি
:
.
হঠাৎ কাক ডাকা ভোরে
দেখি মা নেই আমার পাশে।
যমদ্রুত নাকি নিয়ে গেছে
আমায় রেখে পরবাসে।
মার মতো আর কেউ বাসেনা
হলাম যখন একা।
এখনও আমি কতো ভাবি
স্বপ্নে পাবো মার দেখা।
:
.
আমার মাই শ্রেষ্ট নারী
তার মতো কেউ নাই।
দেশমাতার সকল নারীর মধ্যে
আমার মায়ের ছবি পাই।
শত ব্যাথা রাখিত চাপায়ে
আমার মুখপান চেয়ে।
মা নেই তাই অশ্রু ঝড়ে
যে অশ্রুতে তরী যায় বেয়ে
:
ভাসছে আমার চোখের পাতায় পাতায়
আমার মায়ের ছেড়া শাড়ির ছবি।
আমি লিখছি এক মায়ের কথা
হয়ে ভাগ্যবিড়ম্বনার কবি।
মায়ের মতো এ ভুবনে আপন কেহ না।
সারা বেলা অন্যের ঘরে
রুগ্ন দেহে করিত কাজ।
ছেলের লেখাপড়ার জন্য
ছেড়ে সকল লাজ।
নিজে খায়নিকো আমায় খাওয়াতো
বলতো একদিন বড় হবি।
দেশের কথা মায়ের ব্যাথা
জনে জনে বুঝিয়ে কবি
:
.
হঠাৎ কাক ডাকা ভোরে
দেখি মা নেই আমার পাশে।
যমদ্রুত নাকি নিয়ে গেছে
আমায় রেখে পরবাসে।
মার মতো আর কেউ বাসেনা
হলাম যখন একা।
এখনও আমি কতো ভাবি
স্বপ্নে পাবো মার দেখা।
:
.
আমার মাই শ্রেষ্ট নারী
তার মতো কেউ নাই।
দেশমাতার সকল নারীর মধ্যে
আমার মায়ের ছবি পাই।
শত ব্যাথা রাখিত চাপায়ে
আমার মুখপান চেয়ে।
মা নেই তাই অশ্রু ঝড়ে
যে অশ্রুতে তরী যায় বেয়ে
:
ভাসছে আমার চোখের পাতায় পাতায়
আমার মায়ের ছেড়া শাড়ির ছবি।
আমি লিখছি এক মায়ের কথা
হয়ে ভাগ্যবিড়ম্বনার কবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন