শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

আগামীর একদিন ~ মিঠুন চক্রবর্তী

দ্যাখো একদিন ঠিক নদীর কাছে গিয়ে দাঁড়াবো । 
দ্যাখো একদিন ঠিক ধুলোয় মাথা ছোঁয়াবো, 
চাইবো অরণ্যের আশীর্ব্বাদ। 
একদিন তোমার রক্তে আঙ্গুল ছুঁইয়ে খুঁজে পাবো
আমার পিতার স্নেহ ।
একদিন শান্তিগড়ের মাঠে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াবো।
একদিন দুপুরে ইতিহাস পড়বো ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ।
একদিন, কোন একদিন, কোন এক শতাব্দীর একদিন
শিশিরে ভিজতে ভিজতে ঘুমিয়ে পড়বো ক্লান্তিহীন ,
সপ্তর্ষিমণ্ডলকে সাক্ষী রেখে কোন এক গোছানো সন্ধ্যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...