দ্যাখো একদিন ঠিক নদীর কাছে গিয়ে দাঁড়াবো ।
দ্যাখো একদিন ঠিক ধুলোয় মাথা ছোঁয়াবো,
চাইবো অরণ্যের আশীর্ব্বাদ।
একদিন তোমার রক্তে আঙ্গুল ছুঁইয়ে খুঁজে পাবো
আমার পিতার স্নেহ ।
একদিন শান্তিগড়ের মাঠে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াবো।
একদিন দুপুরে ইতিহাস পড়বো ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ।
একদিন, কোন একদিন, কোন এক শতাব্দীর একদিন
শিশিরে ভিজতে ভিজতে ঘুমিয়ে পড়বো ক্লান্তিহীন ,
সপ্তর্ষিমণ্ডলকে সাক্ষী রেখে কোন এক গোছানো সন্ধ্যায়।
দ্যাখো একদিন ঠিক ধুলোয় মাথা ছোঁয়াবো,
চাইবো অরণ্যের আশীর্ব্বাদ।
একদিন তোমার রক্তে আঙ্গুল ছুঁইয়ে খুঁজে পাবো
আমার পিতার স্নেহ ।
একদিন শান্তিগড়ের মাঠে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াবো।
একদিন দুপুরে ইতিহাস পড়বো ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ।
একদিন, কোন একদিন, কোন এক শতাব্দীর একদিন
শিশিরে ভিজতে ভিজতে ঘুমিয়ে পড়বো ক্লান্তিহীন ,
সপ্তর্ষিমণ্ডলকে সাক্ষী রেখে কোন এক গোছানো সন্ধ্যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন