শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

হৃদয়াবেগ ~ চঞ্চল নায়েক

অসমাপ্ত সুখের ছায়ারা শুধু মায়া !
মায়া বুনে চলেছি স্মৃতির বাগিচায়...
বাগিচা আজ প্রিয়া বিরহে শুষ্কপ্রায় !
শুষ্ক কানন জুড়ে অলীক সুখরাশি...

বিবর্ন নিরাশার পাতায় লিখি শোক !
শোকাতুর প্রেমকথা হয়ে যায় গান...
গানের অন্তরা,সঞ্চারী জুড়ে প্রেয়সী !
প্রেয়সীর লীলারূপ আজও তরতাজা...
অমলিন সেই স্মৃতি-বৃক্ষে ঢালি জল !
:
জলজ বীথীকাননে মালী সেজে আছি ...
আছি বেঁচে প্রেয়সীর কাল্পনিক তাপে !
তপ্ত আবেগে মেশাই রামধনু স্বপ্ন...
স্বপ্নিল রাত আসে অজস্র রঙ নিয়ে...
প্রেমাগুনে পুড়ছি শোকের ঘি জ্বালিয়ে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...