শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

ব্যাধিঘোর ~ আমি পিয়ালী

সামনে ধূ ধূ অনন্ত জলরাশি. . . . . . . . . . .
এখানে আমি আর আমার একলা রবীন্দ্রনাথ অনন্ত অপেক্ষায় বসে আছি পরম নিশ্চিন্তে!
কেউ আসবেনা এই পরবাসে !
তবু চমকে উঠে দেখি তুমি দাঁড়িয়ে আছো পাশে!
বহুদিন উষ্ণতা হারিয়ে বসে আছি ভেবে হাত বাড়ালে তুমি, আমার মনেও তখন জ্বলন্ত অগ্নিকুম্ভ - লীন হতে চাইছে তোমার অসীমে !
প্রবল চাপা উৎসাহে হাত বাড়িয়েই স্থির হয়ে যাই
এত ফ্যাকাশে কেন তুমি !
হঠাৎই মনে হলো কি করে এলে আমার নির্জনপ্রবাসে- তোমার কেন কারোরই তো আসার কথা নয়, তবে কি ! !
আমার পা দুটো কেঁপে উঠতেই তুমি সামলে নিলে বরাবরের মতো,বললে - " একা থাকি কি করে তোমাকে ফেলে!যাপনের শঙ্কা হারিয়ে একলা পথে তাই তোমার কাছে পাড়ি দিলাম!"
তখনো জয়বাবুর মতো " ব্যাধিঘোর" কাটেনি আমার ! বাক্স্তব্ধ আমি শুনছি তুমি বলে চলেছ -
" হাত ছেড়োনাএবার আর ,স্মৃতি হারিয়ে যাচ্ছে যাক্
শীতের রোদে পিঠ দিয়ে
স্বল্পবসনা দুপুর এখন তোমার হাতের ছায়ায় মাখামাখি হতে চায়
বসন্ত আসার অপেক্ষায় আছ জানি - তাই বলে
ভুলে যাবে আমাদের অনন্ত আকাশবিলাস?

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...