শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

নববর্ষ ~ মিঠুন চক্রবর্তী

গোটা চারেক সদ্যোজাত কুকুরছানা
খড় গাদায় রাত ভাঙ্গছে।
:
শীত গায়ে রস নিংড়াচ্ছে 'দাম্পত্য'
ডিসেম্বরের শেষ রাতে।
:
শীত কাঁপিয়ে গোরা মাতালের গান
কুয়াশায় গোপন ভিজছে।
:
ইঁটখসা দেওয়াল বেয়ে সংখ্যারা
নেশার পেয়ালায় নামছে।
:
চল্ রুকমণি আজ একটু বেশি হোক
সেই নতুন বছর আসছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...