শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

চিঠি ~ প্রণব বসুরায়



তিন পয়সার পালা শেষ হলে হাতে নিই
টিনের তলোয়ার
বাকি ইতিহাস বিলিয়ে দিই ব্রাত্যজনের মাঝে...
তাই ব'লে আমাকে 'দানী' ভেবো না--
বিবেচনা করো, সব সম্পদ কোথায় লুকোই!


:


ফিল্মের ছেঁড়া টুকরো, শোলার ফুল
শীত বৃষ্টির জলে ও কাদায়...
সোনালী ফ্রেমে একত্রে গেঁথে দিলে
তারপর আসবে চিঠি-- এটা নিশ্চিত


:


যদিও
লাল ডাকবাক্স রাখি নি কোথাও
সই করে সেই চিঠি তুমি নিয়ে নিও
রেখে দিও আঁচলে তোমার...

২টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...