মগ্নতা ফেলে রেখে
ফিরে গেছে রোদ্দুর যাপন।
একটি শব্দ পৌঁছে দিতে
নৈঃশব্দের নীরবতায় দাঁড়িয়ে
দেখছি মাছরাঙা আলোয়
ফুরিয়ে যাওয়া নদীর শরীর
তোমাকে তেলরঙের সংসার
দেবে বলে যে হ্যামিলনের বাঁশির
পিছনে ছুটে গেলো
তার মায়া পুষে রেখেছে গোলাপী বিকাল
হারানোর ভয় চুরি করে
কচুপানা ফুল থেকে কে যেন
ডেকে ওঠে পিতৃপুরুষের নামতায়
আমি হারিয়ে যাই
আমরা হারিয়ে যাই
জেগে থাকে রাজপথ
বিকারহীন ইতিহাস
মুগ্ধতার ঘোড়াগুলি
একা,বড় একাকী...
ফিরে গেছে রোদ্দুর যাপন।
একটি শব্দ পৌঁছে দিতে
নৈঃশব্দের নীরবতায় দাঁড়িয়ে
দেখছি মাছরাঙা আলোয়
ফুরিয়ে যাওয়া নদীর শরীর
তোমাকে তেলরঙের সংসার
দেবে বলে যে হ্যামিলনের বাঁশির
পিছনে ছুটে গেলো
তার মায়া পুষে রেখেছে গোলাপী বিকাল
হারানোর ভয় চুরি করে
কচুপানা ফুল থেকে কে যেন
ডেকে ওঠে পিতৃপুরুষের নামতায়
আমি হারিয়ে যাই
আমরা হারিয়ে যাই
জেগে থাকে রাজপথ
বিকারহীন ইতিহাস
মুগ্ধতার ঘোড়াগুলি
একা,বড় একাকী...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন