বুকের পাশে নদী থাকে
ভাসছে নৌকা, গভীর নীল
ডাক দিয়েছে হরকরারা লক্ষ্য রাখে
শঙ্খচিল,
দেরাজ খুলে দেখছ যখন
হলদে পাতায় স্মৃতির ঋণ
এটাও ভেবো সব আহ্লাদ
রূপান্তর ও সুপ্রাচীন!
তোমার কাছে সেদিন রাতে কাঁধ
পেয়েছে দাঁতের দাগ,
শূন্য খামে নিদ্রা নামে
স্পর্শমুখর কোথায় রাত??
ভাসছে নৌকা, গভীর নীল
ডাক দিয়েছে হরকরারা লক্ষ্য রাখে
শঙ্খচিল,
দেরাজ খুলে দেখছ যখন
হলদে পাতায় স্মৃতির ঋণ
এটাও ভেবো সব আহ্লাদ
রূপান্তর ও সুপ্রাচীন!
তোমার কাছে সেদিন রাতে কাঁধ
পেয়েছে দাঁতের দাগ,
শূন্য খামে নিদ্রা নামে
স্পর্শমুখর কোথায় রাত??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন