সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

দুটো আঁচড় ~ সুপ্রতীম সিংহ রায়


(১) 
একদিন ঠিকই রাস্তা পেরোব তোর হাত ধরে
ফুচকার টক-ঝালে রাঙাব দুগাল লাল,
একদিন ঠিকই পথ হারাব দুজনে খুব ভিড়ে
জানিস? তোকে বড্ড ভালো লাগে আজকাল!
(২)

এবার গুছিয়ে নিয়েছি ছোট ঘর
আমার ঈশ্বর বিশ্বাস ভাঙে না,
দেখি দ্বারে বসে আছে ভালবাসা
পুরানো ক্ষতদাগ কেবলই আবর্জনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...