কবেকার শৈশবে শুকনো প্রভাতে -
নিম্বাস মেঘে বসে উড়ে আসি আমি ।
সীমাহীন আকাশেরই প্রতীক্ষা হতে -
এক-টুপে ছুটে করি মেঘে বাদলামি ।
আমার বারিষ্ যায় ইচ্ছের মত -
চির পুঞ্জিত যত প্রেমিকা শপথ্ !
নিম্বাস মেঘে বসে উড়ে আসি আমি ।
সীমাহীন আকাশেরই প্রতীক্ষা হতে -
এক-টুপে ছুটে করি মেঘে বাদলামি ।
আমার বারিষ্ যায় ইচ্ছের মত -
চির পুঞ্জিত যত প্রেমিকা শপথ্ !
একলা পৃথিবী পেল সূর্য-প্রনামে -
হাইড্রো জলের কত কোটি আর্চিন ।
একে একে অ্যামিবারা বাড়ে সংগ্রামে -
তুমি সে গ্রামে ছিলে নিজ ঘরে বাঁচি ।
জীবন জলের মত বয়ে যায় মাঝে -
অস্থির মাটি প্রাণে বহুরূপী সাজে ।
হাইড্রো জলের কত কোটি আর্চিন ।
একে একে অ্যামিবারা বাড়ে সংগ্রামে -
তুমি সে গ্রামে ছিলে নিজ ঘরে বাঁচি ।
জীবন জলের মত বয়ে যায় মাঝে -
অস্থির মাটি প্রাণে বহুরূপী সাজে ।
এই মাটি সেই বুক একই বারিষণে -
সোঁদা-মাটা সৃষ্টির সুবাসনে সুন্দর ।
মরুভূমি নদ বয়ে পাহাড়ে উজানে -
তন্বী নদীর পানে চাইছে আহাম্মক ।
তুমিও তো মাটি ছিলে দর্পনে দেখা -
আমি দেই রামধনু রঙিলাতে লেখা ।।
সোঁদা-মাটা সৃষ্টির সুবাসনে সুন্দর ।
মরুভূমি নদ বয়ে পাহাড়ে উজানে -
তন্বী নদীর পানে চাইছে আহাম্মক ।
তুমিও তো মাটি ছিলে দর্পনে দেখা -
আমি দেই রামধনু রঙিলাতে লেখা ।।
যদি পারো গুনে নাও বৃষ্টির ফোঁটা -
কাটাকুটি খেলে কিছু করো তো হিসেব !
কাটাকুটি খেলে কিছু করো তো হিসেব !
পারবে না অঙ্কের ভাগে শূন্যতা -
সাইকেলে উঠি আমি কবেকার জেদ !
শুধু যদি কবিতায় দিতে পারো নাম -
লিখে রেখো সাহারায় ম্যৌসিন্রাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন