ঘরখানা আজ শূণ্য শান্ত, প্রতীক্ষায় ক্লান্ত
অবশেষে মরা স্মৃতিগুলো থিতিয়ে পড়ছে
স্থির বাতাসে ধূলোর মত
অবশেষে মরা স্মৃতিগুলো থিতিয়ে পড়ছে
স্থির বাতাসে ধূলোর মত
আমি তো জানি বাতাস স্থির
তবু কেন সে কাঁপে থির থির
তোমার আভাস আলেয়ার মত
আমাকে ছুঁয়ে গেলে?
তবু কেন সে কাঁপে থির থির
তোমার আভাস আলেয়ার মত
আমাকে ছুঁয়ে গেলে?
পলি পড়ে যাওয়া গুঁড়ো মনগুলো
মনগড়া কোনো স্রোতের টানে
পেতে চায় কেন আজও তোমার
এক টুকরো স্পর্শ!
মনগড়া কোনো স্রোতের টানে
পেতে চায় কেন আজও তোমার
এক টুকরো স্পর্শ!
ঘরখানা আজও শূণ্য আছে, দরজাটা বন্ধ
তোমার পায়ের আওয়াজের, প্রতীক্ষায় শান্ত
তোমার পায়ের আওয়াজের, প্রতীক্ষায় শান্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন