বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

অনিবার্য রেষারেষি ~ লুতফুল হোসেন


আবারো আসছে শীত
শুকনো পাতার গায়ে ভর করে
গাছেদের জমানো দুঃখগুলো
একে একে পড়বে ঝরে।
এরপর বসন্ত এলে, নতুন সুখের গান
রঙ্গিন পাতার চাদর মুড়ে
ছোটাবে বর্ণিল কথার বান।
গাছের শরীর জুড়ে জমবে আসর
জীবন হাসবে রঙে ।
আবারো সাজাবে বৃক্ষ
তার প্রাণের ঐকতান
বাঘা অর্কেষ্ট্রার কুশলী ঢঙে।
আর এই আমি !
চালাবো অপার ভন্ডামি।
বুকের ভেতর কাঠের চেরাই
কুঠার আমার চলছে সদাই।
স্মিত হেসে তবু বলে যাবো
নিরন্তর। এই তো, ভালো আছি বেশ।
জীবন আমার ডাহুকী মনামি !
মিষ্টি মিথ্যের নামে,
তার সাথে রোজ রোজ করে যাই
আহ কি নিদারুন নষ্টামি !
আঙ্গুলের ফাঁকে ফাঁকে অথবা
চুলের পরতে পরতে,
জামা জুতোর পকেটে কোচড়ে
জমানো আমার কষ্টেরা
সব, বুকের পত্রপল্লবময় কেবলি জমা হয়।
ওদের গন্তব্য যেনো শুধুই আমার বাঁ বুক
আমি ছাড়া অন্য কেউ
নয় তার প্রিয় উজবুক।
যতোই আসুক শীত
কেটে যাক বসন্ত হাজার।
একটাই জীবন আমার পেয়েছি,
আশ্চর্য নিয়মে বাঁচার।
বুঝি তার একারই ছিলো
দায়, জগতের সব কষ্ট জমিয়ে রাখবার।
তবু শীত এলে চুলের ভিতর শিশিরেরা গোপনে
বাসা বাঁধে বলে, হিম হিম অনুভূতিগুলো
ক্ষোভ দমিয়ে, রাখে থামিয়ে, গাছেদের সাথে
বিদ্বেষ, আমার, অনিবার্য রেষারেষি।
শীত এলেই গাছেদের হিংসে করার অভ্যেসটা
তাই বলতে গেলে আমার সমান বয়সী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...