বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

পাঁচালী অলক্ষীদের ~ বৈশাখী রায়চৌধুরী


আকাশের কোণে চাঁদ। বিনম্র, ভীত। সত্তরের ভীত চাঁদ, লক্ষীর অপেক্ষা করছিল।
লক্ষী, সমুদ্রমন্থনে উত্থিত দেবী, পাঁচালি ভালোবাসে। বাহন পেঁচা।

বেমানান জুটি। একজন ভাগ্য বিজ্ঞাপন আর একজন শিকারের।
মা পাঁচালী পড়ে গুরুবারে, লক্ষী হতে শিখিয়েছিলো।
পারে নি। আমায় অলক্ষী বলেছিলে তুমিও আমার প্রথম মেয়েসন্তানের মুখ দেখে, ফিসফিসিয়ে।
আমি পেঁচা ভালবাসি।
লক্ষী খিদে পেলে শুধু চুমু খেতে শিখিয়েছিলো

আর একজন শিখিয়েছিলো ছিনিয়ে নিতে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...