'গান শুনে কবিতা ' বিভাগের প্রথম স্থানে নির্বাচিত
---------------------------------------------------
হঠাৎ বৃষ্টি আসে
অলিখিত চুক্তির চৈত্র দুপুরে
তৃতীয় অঙ্কে বিচ্ছিন্নতা বাদ দিয়ে
আমি ফিরে যেতে চেষ্টা করি
ফেলে আসা ধূসর বেলায়
আকাশ ঘনমান হয়
আমার মন খারাপের ভাসমান মেঘে
চৈত্র দুপুর - বাইপাস - তুমি - চুমু
ভেসে আসে সব , অবারিত স্মৃতিপটে
" এমনও বিকেল আসে তুমি যাও বাইপাসে
অচেনা লোকাল বাসে সন্ধে কাবার"
---------------------------------------------------
হঠাৎ বৃষ্টি আসে
অলিখিত চুক্তির চৈত্র দুপুরে
তৃতীয় অঙ্কে বিচ্ছিন্নতা বাদ দিয়ে
আমি ফিরে যেতে চেষ্টা করি
ফেলে আসা ধূসর বেলায়
আকাশ ঘনমান হয়
আমার মন খারাপের ভাসমান মেঘে
চৈত্র দুপুর - বাইপাস - তুমি - চুমু
ভেসে আসে সব , অবারিত স্মৃতিপটে
" এমনও বিকেল আসে তুমি যাও বাইপাসে
অচেনা লোকাল বাসে সন্ধে কাবার"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন