বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের গোপন অলিন্দে হৈমন্তী স্বপ্ন --

 সবুজ পাতার খামের ভেতর 
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?
আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।

এরই মধ্যে আগত বড়দিনের প্রস্তুতি , প্রস্তুতি নতুন বছর কে স্বাগত জানানোর জন্যও । আগামী ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের ১২১ তম পৌষমেলা । গ্রাম বাংলার মোহন মেদুর বাতাসে এখন নবান্নের ঘ্রাণ । জেলায় জেলায় চলছে বইমেলা , হস্ত শিল্প মেলা , বস্ত্র মেলা , সেজে উঠেছে শীতকালীন ময়দান । নোলেন গুড়ের মিষ্টি , কেক ,পেস্ট্রি , পাটিসাপটার মিষ্টি আঘ্রাণ এখন শহর জুড়ে ।   হালকা কুয়াশাচ্ছন্ন হেমন্তের নিঃসঙ্গ সন্ধ্যা মাঝে মধ্যেই আমাদের নষ্টালজিক করে তোলে, এরই মধ্যে হেমন্তের পাতা ঝরা দিন কে সাক্ষী রেখে  নীরবে রোদ্দুর পা দিল ন মাসে । এই ন মাসে রোদ্দুর নিজেকে আরও উজ্জ্বল , আরও স্বতন্ত্র করে তুলতে সচেষ্ট হয়েছে । রোদ্দুরের নিজস্ব ব্লগ স্পট পাঠক মহলে সাড়া জাগিয়েছে , প্রবীণ ও নবীন লেখক , কবি এবং পাঠকের রুচিশীল মেলবন্ধনে ঋদ্ধ হয়েছে রোদ্দুর । আগামী বছরে আসছে রোদ্দুরের প্রিন্ট ভার্শন , আসছে আরও নানা রুচিসম্মত চমক ! 
এ সংখ্যায় যারা যারা কলম ধরেছেন , তাঁদের প্রত্যেক কে জানাই শুভেচ্ছা ও বাৎসরিক অভিনন্দন । ভাল থাকুন সকলে এবং ভাল লিখুন -- 

শুভেচ্ছান্তে ,

পিয়ালী বসু 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...