শব্দ,
সমান্তরাল অধ্যায়ের বাইরে ছিটকে যাওয়া সেই মানুষ।
সারা শরীরে মাখানো ছিল যার বোবা চাবুক।
অদূরে অন্ধ জোৎস্না,
চিকচিকে বালুচরে কে বা কারা মরেছিলো কবে শব্দের খোঁজে,
কে তার হিসাব রাখে?
তবে কি হিসেব খুঁজতেই হারিয়েছিলো শব্দ?
নাকি ইচ্ছে নির্বাসন।
বিজ্ঞানীরা বলেছিলো আলোর গতিবেগ শব্দের চেয়ে বেশী।
কিন্তু আজ সবই গতিহীন গতিজাড্যর চ্যাপ্টার।
ভাঙা প্রাচীরের ওপাড়ে জেগেছিলো কিছু চোখ,
চোখে শব্দের ঝলকানি।
ভাঙা প্রাচীর আজ উঁচু করে বাঁধানো।
টাঙানো শিরোনাম প্রবেশ নিষিদ্ধ।
ঘরে ঘরে দানা বাঁধা বোবা খুদার্ত প্রতিবাদ।
সবাই খুঁজছে শব্দকে, শব্দ নিরুদ্দেশ।
মন্ডপে মন্ডপে চলে চক্ষুদান,
তুলি ছুঁড়ে কেঁদে ওঠে মাটির দূর্গা
চোখ নয় কন্ঠে চাই শব্দ, আমার শব্দ খুঁজে দাও।
চাপা পড়ে কান্না, বেজে উঠে ঢাক।
বোবা সভ্যতা কানে গোঁজা হেডফোন, চোখে সানগ্লাস।
ব্যস্ততার ভিড়ে হারিয়ে যায় শব্দের মিসিং ডায়েরীটা।
সমান্তরাল অধ্যায়ের বাইরে ছিটকে যাওয়া সেই মানুষ।
সারা শরীরে মাখানো ছিল যার বোবা চাবুক।
অদূরে অন্ধ জোৎস্না,
চিকচিকে বালুচরে কে বা কারা মরেছিলো কবে শব্দের খোঁজে,
কে তার হিসাব রাখে?
তবে কি হিসেব খুঁজতেই হারিয়েছিলো শব্দ?
নাকি ইচ্ছে নির্বাসন।
বিজ্ঞানীরা বলেছিলো আলোর গতিবেগ শব্দের চেয়ে বেশী।
কিন্তু আজ সবই গতিহীন গতিজাড্যর চ্যাপ্টার।
ভাঙা প্রাচীরের ওপাড়ে জেগেছিলো কিছু চোখ,
চোখে শব্দের ঝলকানি।
ভাঙা প্রাচীর আজ উঁচু করে বাঁধানো।
টাঙানো শিরোনাম প্রবেশ নিষিদ্ধ।
ঘরে ঘরে দানা বাঁধা বোবা খুদার্ত প্রতিবাদ।
সবাই খুঁজছে শব্দকে, শব্দ নিরুদ্দেশ।
মন্ডপে মন্ডপে চলে চক্ষুদান,
তুলি ছুঁড়ে কেঁদে ওঠে মাটির দূর্গা
চোখ নয় কন্ঠে চাই শব্দ, আমার শব্দ খুঁজে দাও।
চাপা পড়ে কান্না, বেজে উঠে ঢাক।
বোবা সভ্যতা কানে গোঁজা হেডফোন, চোখে সানগ্লাস।
ব্যস্ততার ভিড়ে হারিয়ে যায় শব্দের মিসিং ডায়েরীটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন