বারো মাসে তেরো পার্বণ এর হাইপ প্রায় শেষ , উৎসব তিথি এখন শেষ লগ্ন যাপন করছে । বাতাসে এখন হিমেল স্পর্শ , আহ্লাদী ভোরের কমলা আলো ঘরে এসে পৌঁছচ্ছে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই -- লেপের উষ্ণ ওমে নিজেকে সেঁকে নিচ্ছি আমরা --- কার্তিকের মিঠে রোদ গায়ে মেখে।
যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়; যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে-ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালীচাপাঁর নীড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে- তখন আমারে যদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে, ঠেস্ দিয়ে বসে আর থাকি নাকো যদি বুনো চালতার গায়ে,
ইতিমধ্যে রোদ্দুর পা দিল আট মাসে। এরই মধ্যে নিজের পরিচয়ের অনন্য আখরে নিজেকে চিহ্নিত করেছে সে । এই আট মাসে রোদ্দুর পরিবারে সামিল হয়েছেন অসংখ্য গুণী মানুষ , তাঁদের মননশীল লেখার হাত ধরেই রোদ্দুর এগিয়ে চলেছে -- আগামী বছরে রোদ্দুরের একটি পি ডি এফ প্রিন্টেড ভার্শন তৈরি হচ্ছে , আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার আশা রাখছি রোদ্দুরের স্সৃষ্টিশীল পথ চলায় ।
ভাল থাকুন সকলে , এবং ভাল লিখুন , because I believe , Litreture --still zooms in
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়; যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে-ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালীচাপাঁর নীড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে- তখন আমারে যদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে, ঠেস্ দিয়ে বসে আর থাকি নাকো যদি বুনো চালতার গায়ে,
ইতিমধ্যে রোদ্দুর পা দিল আট মাসে। এরই মধ্যে নিজের পরিচয়ের অনন্য আখরে নিজেকে চিহ্নিত করেছে সে । এই আট মাসে রোদ্দুর পরিবারে সামিল হয়েছেন অসংখ্য গুণী মানুষ , তাঁদের মননশীল লেখার হাত ধরেই রোদ্দুর এগিয়ে চলেছে -- আগামী বছরে রোদ্দুরের একটি পি ডি এফ প্রিন্টেড ভার্শন তৈরি হচ্ছে , আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার আশা রাখছি রোদ্দুরের স্সৃষ্টিশীল পথ চলায় ।
ভাল থাকুন সকলে , এবং ভাল লিখুন , because I believe , Litreture --still zooms in
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন