বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

ভালবাসি তাই ~ সুকান্ত চক্রবর্তী

ভালোবাসি বলে পৃথিবীর সমস্ত রঙিন এনে দিতে পারি তোমার আঁচলে ।
ভালোবাসি বলেই সমস্ত নিয়ম ভেঙে চুমু খেতে পারি তোমার নরম ঠোঁটে ।
ভালোবাসি বলে মৃত্যুর কষ্ট ভুলে ফিরে আসি বারবার এই পৃথিবীর বুকে ।
ভালোবাসি বলেই হয়তো তোমার শরীর ভরিয়ে দিতে চাই অক্ষরে অক্ষরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...