বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

শুভেচ্ছা ~ মানস চক্রবর্তী

এই তো এখন নরম রোদে ভাসান দেয়ার শুভেচ্ছা দাও
হত্যাকারীর রক্তদাগের রোজ সকালে আমরা সবাই দারুন খুশি
কাঁপতে কাঁপতে অষ্টবক্র, চোখ পালটে বেশ্যাবৃত্তির শুভেচ্ছা নাও
তোমরা যারা পথের ধূলোয় হারিয়ে সুখ তাদের জন্যে বুকেই আমি
রাগ পুষি...
রাগটুকু নাও আপন করে অঞ্জলী দাও নতুন করে ওই মেয়েটির চিতার ওপর
আগুনগুলো গুছিয়ে নাও ভালোবাসায় শুদ্ধ কর জলকে চলো
তোমরা আমার রক্তে রাঙা শুভেচ্ছা নাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...