কড়া নাড়ার শব্দেরা দরোজায়
লঘু পায়ে কখনো দাঁড়াবে
এসে কোনো খেয়ালী অবসরে।
সুদৃশ্য একজোড়া কড়া এনে
লাগিয়ে তা ছিলাম অপেক্ষাতে।
কেউবা কখনো এসে যদি
নাড়ে তারে কোনো উদগ্রীব হাতে!
লঘু পায়ে কখনো দাঁড়াবে
এসে কোনো খেয়ালী অবসরে।
সুদৃশ্য একজোড়া কড়া এনে
লাগিয়ে তা ছিলাম অপেক্ষাতে।
কেউবা কখনো এসে যদি
নাড়ে তারে কোনো উদগ্রীব হাতে!
দেয়ালে ঘড়িটা নীরব সংগী,
ফ্যানের পাখা তিনখানা প্রহরী।
অনড় বসে বসে অবশেষে
অবসাদ বলে মনে হতেই
একদিন খুলে নিলাম ঘড়ির সব
কাঁটাগুলি, অপেক্ষার শরীর
থেকে একে একে অবহেলার
চিহ্নময় সুদৃশ্য কড়াগুলি।
ফ্যানের পাখা তিনখানা প্রহরী।
অনড় বসে বসে অবশেষে
অবসাদ বলে মনে হতেই
একদিন খুলে নিলাম ঘড়ির সব
কাঁটাগুলি, অপেক্ষার শরীর
থেকে একে একে অবহেলার
চিহ্নময় সুদৃশ্য কড়াগুলি।
যতোক্ষণ ঘরে থাকি, দরোজা
হাট খোলা অবারিতই রাখি।
ঘরের বাইরে থাকা সময়টাতে
অপেক্ষাতে দেখি কড়া দুটি
দরোজাময় নকশা কাটে কথার।
নিঃসঙ্গময় অপেক্ষামগ্নতায় ওরা শুধু
আমার জন্যেই বসে থাকে কি !
আমি ফিরে এলে ঘরে ওদের
চুম্বনের রেশটুকু ছাড়া আর থাকে কি !
সারাটা সময় অপেক্ষায় দরোজাময়
এই যে অহেতুক ওৎ পেতে বসে থাকা !
জেনে শুনে। আমি ছাড়া কেউ কি আর
কড়া নাড়ার শব্দ শুনতে থাকে বসে !
হাট খোলা অবারিতই রাখি।
ঘরের বাইরে থাকা সময়টাতে
অপেক্ষাতে দেখি কড়া দুটি
দরোজাময় নকশা কাটে কথার।
নিঃসঙ্গময় অপেক্ষামগ্নতায় ওরা শুধু
আমার জন্যেই বসে থাকে কি !
আমি ফিরে এলে ঘরে ওদের
চুম্বনের রেশটুকু ছাড়া আর থাকে কি !
সারাটা সময় অপেক্ষায় দরোজাময়
এই যে অহেতুক ওৎ পেতে বসে থাকা !
জেনে শুনে। আমি ছাড়া কেউ কি আর
কড়া নাড়ার শব্দ শুনতে থাকে বসে !
চন্দন গন্ধময় বুকের দরোজায়
তাই আজ লাগানো রাখিনি কোনো কড়া
জানি আসবেনা কেউ আর,
এমন কি তার চিঠি হাতে ডাক হরকরা।
তাই আজ লাগানো রাখিনি কোনো কড়া
জানি আসবেনা কেউ আর,
এমন কি তার চিঠি হাতে ডাক হরকরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন