বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

পাঁজি শুধু জানে ~ গৌতম যুথিপুত্র

পাঁজি শুধু জানে , শেষ হয়ে গেল দিন ,
পায়ে পায়ে ভীড় ছেড়ে গেছে মন্ডপ ;
অভিনয় সেরে চলে গেল আশ্বিন ,
সাদা কাশফুলে লেগেছে হলুদ ছোপ ।
রাতজাগা কিছু ট্যাক্সিগুলোর সীটে ,
পেয়ে যেতে পারো চুল-খসা কিছু ক্লিপ ,
হাল্কা জামায় সিঁদুরের কিছু ছিটে....
আয়নার ধারে ভুলে যাওয়া আঠা-টিপ ।
যে ফানুসগুলো উড়ছিল মাঠে মাঠে ,
লেখা ছিল তাতে দিন-বদলের-দিন ,
গঙ্গার জলে তারই তর্পণ গঙ্গা্র ঘাটে ঘাটে ,
কারা বলেছিল নাকি , আসবেই আলাদীন !
নর-নারায়ণ সেবা ছিল নবমীতে ,
শালপাতা হাতে তোমার আমার ভীড় ,
দুখী জনতার মন্ত্রী কেটেছে ফিতে ,
কতটুকু পেট ভরেছিল পৃথিবীর !
এবার হিসেব-নিকেশের জাঁঁতাকল
কতটা খরচ , কতটা রয়েছে হাতে ,
মাস মাইনের টাকাটাই সম্বল ,
কত টাকা গেল বিসর্জনের রাতে ?
আজকেই শুরু আবার পুরোনো দিন ,
আগের মতোই চিনি বাদ থাক চা’য়ে
জীবন আবার রুটি-তরকারী-বোরোলীন...
সাবধানে চল , পেরেক না ফোটে পা’য়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...