শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

নদী (১) ~ আশিষ সমাদ্দার

যদি তোর নামেও নদী হতো
মেঘলা দিনেও ঘাটে এসে থমকে দাঁড়াতাম,
থাকতো না মাথায় কোনো ছাতা।
নীরব জলে কাগজের নৌকা ভাসিয়ে দিয়ে
উত্তীর্ণ সন্ধ্যায় নিচু গলায় প্রতিশ্রুতির সুর ধরতাম,
মুহূর্তে তারাভরা আকাশ দেখার ইচ্ছে হলেই
আমি সেতুর উপর দাঁড়িয়ে তোর দিকেই তাকাতাম,
যৌবন শেষে গভীর রাতে
আমি মাঝে মাঝে তোর পাড়েই দিন গুনতাম,
জানি মৃত্যুকালে আমায় তোর সাথেই মিশে যেতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...