নস্টালজিক ঘর ঘরে ঝঙ্কারে
প্রেমের রিসিভার
হাজার অপেক্ষা চিৎকারে !
হ্যালো ? হ্যালো? কে ?
নিঝুম শান্তির শ্লোগান শুনিয়ে ছিলে
শেষ বার বিকালে ,
আমি মানসী ।।
দিন টা মনে পড়ে আজ ও
এক যুগের পরে
আবার যখন মুখোমুখি
ওয়েব পেজের সাইটে
হ্যালো !
কে ?
আমি মানসী ।।
কিবোর্ডের খটখটানি মুহূর্তে বেড়ে গেলে
জানতে পারি ,
তোর রাতের মাথার বালিশ বদলে গেছে ব্যাস্ত ডেস্কের ইমেইলে, কিম্বা
খোলা বোতামের নীচে অন্য কারোর বুকে সংগোপনে ।।
বুঝলাম বসন্ত বড়োই মেয়েলী,
আজও তোর সাথে দেখা করে
আমায় ছোঁয় ও না ।।
রাতের চাদর আরো কালো হলে বুঝি
তোর ভালবাসার সংযোগগুলি,
সেচ্ছাচারী হলেও
স্বরলিপি টা আমারই শেষমেশ রয়ে গেছে।।
শহরের রাজপথে আমার অধিকারের
ধ্বজা নিলাম ডাকলেও
তোর প্রেম কে পুঁতেছিস্
আমি জরানো কফিনে।।
আর নিজের ব্লগে প্রকাশিত মানসী দও
কোনো অন্য কানো হাতে , অন্য ছোঁয়ায়
সাবলীল হলেও ,
ভেজা রাতে টুঙ টাঙ টোনে,
আমার চোখে খুঁজতে আসে
নিজের হারানো বর্ণপরিচয় আজও ।।
ফেসবুকের রোদ্দুর গ্রুপের জন্ম ২৬শে মার্চ ২০১৫ । আমাদের প্রাত্যহিক জীবনে এক চিলতে উজ্জ্বল রোদ্দুরের সুতীব্র স্পৃহা থেকেই জন্ম রোদ্দুরের । রোদ্দুরের প্রতি মাসের নির্বাচিত সেরা লেখাগুলি স্থান পেয়েছে এখানে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সম্পাদিকার ডেস্ক থেকে
উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...
-
I was drenched as the street, and The yellow light kept shining – Upon both of us. It’s raining only under the lights. Beyond This rain ...
-
" এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায় এমন দিনে মন খোলা যায় " ছটি ঋতুর বর্ণিল বৈচিত্রে ভরপুর বাংলার প্রকৃতি ও মানব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন