শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

নামকরণ বৈশাখী রায়চৌধুরী

সেই সুদীর্ঘ ক্লান্তিটা জড়িয়ে ধরেছিলো সভ্যতার হৃদপিন্ডকে। 
ক্লান্তির ছাঁচে ছাঁচ ঢেলে ওই সময় জন্ম হয়েছিল এ শহরের। 
হয়তো আমিই তোমার সেই চেনা শহর, 
ক্লান্তির উষ্ণতায় উষ্ণ এক নারী শরীর।
আর তুমি আমার প্রবাদপ্রতীম পুরুষালী বাস্তব।
সময়টা অকাল বসন্ত,
আমার শুষ্ক ঠোঁট জন্ম দিয়েছিল এক রুগ্ন শরীরওয়ালা দু পেয়ে জীবের।
আমার শরীরের সমস্ত ক্লান্তিটুকু শুষে নিয়ে, কোনোদিন সুখী না হওয়ায় অভিশাপ নিয়ে জন্ম নিয়েছিলো এই শিশু।
বড়ো আদর করে স্কুলের খাতায় যার নাম দিয়েছিলাম মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...