শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

মন আমার ~ রিক্তা চক্রবর্তী

হঠাৎ বৃষ্টি আসে এমন
অলিখিত চুক্তির চৈত্র দুপুর
ঢেকে যায় সব কলরব
শিকল ভাঙার শব্দ
অন্য পাড়ায় চুড়ির ও
এ ভাবেই
এক মন খারাপের মেঘ ভেসে আছে স্মৃতিতে
এমন বর্ষা বসন্তে আমার ভিজে যাবার কথা ছিলো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...