শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

কবি ~ মানস চক্রবর্তী

কবি এখন মনোবিকাশ কেন্দ্রের উঠোনে
একটা কবিতা বদ্ধ উন্মাদ হয়ে গেছে
সারা জীবন ফেলে শব্দগুলো
যাচ্চলে বলে হাতে পায়ে বেঁধেছে
স্বেচ্ছা শেকল
কবি কি উন্মাদ হয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...