একটা মেয়ের মনের হদিস পাবে,
একটা ছেলে ভেবেছিল কাল,
একটা মেয়ে গত জন্মে ছিল,
একটা ছেলের খুললো না কপাল।
একটা ছেলে ভেবেছিল কাল,
একটা মেয়ে গত জন্মে ছিল,
একটা ছেলের খুললো না কপাল।
সেই ছেলেটা সারাটা দিন ধরে,
খেলেছিল মেঘ-বৃষ্টি খেলা,
সেই ছেলেটার হাতের আঙুলগুলো,
স্তব্ধ হয়েই থাকলো সারা বেলা।
খেলেছিল মেঘ-বৃষ্টি খেলা,
সেই ছেলেটার হাতের আঙুলগুলো,
স্তব্ধ হয়েই থাকলো সারা বেলা।
যে মেয়েটা খুঁজছিল তার মানে,
যে মেয়েটার স্বভাব সর্বনাশ,
সে মেয়েটার কষ্ট কিনবে বলে,
একটা ছেলের দোরগোড়াতেই বাস।
যে মেয়েটার স্বভাব সর্বনাশ,
সে মেয়েটার কষ্ট কিনবে বলে,
একটা ছেলের দোরগোড়াতেই বাস।
সেই ছেলেটা চায়নি পেতে সুখ,
সেই ছেলেটা বড্ড ছিল সোজা,
সেই ছেলেটার গপ্পো বড্ড ক্লিশেড,
সেই ছেলেটার চোখটা ছিল বোজা।
সেই ছেলেটা বড্ড ছিল সোজা,
সেই ছেলেটার গপ্পো বড্ড ক্লিশেড,
সেই ছেলেটার চোখটা ছিল বোজা।
সেই মেয়েটা মাতাল হবে বলে,
শীতের হাওয়ায় গর্মি খুঁজে যায়,
হিমেল রাতের পরশ মাখবে বলে,
সেই ছেলেটা লেপ রাখেনি গায়।
শীতের হাওয়ায় গর্মি খুঁজে যায়,
হিমেল রাতের পরশ মাখবে বলে,
সেই ছেলেটা লেপ রাখেনি গায়।
সেই মেয়েটার কপালেতে ভাঁজ,
সেই মেয়েটা বড্ড গভীর ছিল,
সেই ছেলেটার গপ্পো একটি রাতের,
সেই মেয়েটার পরশ মেখেছিল।
সেই মেয়েটা বড্ড গভীর ছিল,
সেই ছেলেটার গপ্পো একটি রাতের,
সেই মেয়েটার পরশ মেখেছিল।
ছেলে-মেয়ের গপ্পো অনেক হল,
শিথিল হাতে মুখ-লুকানো ঢাল,
সেই মেয়েটা গত জন্মেই ছিল,
সেই ছেলেটার খুললো না কপাল।।
শিথিল হাতে মুখ-লুকানো ঢাল,
সেই মেয়েটা গত জন্মেই ছিল,
সেই ছেলেটার খুললো না কপাল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন