বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

নেইই তো ~ নূপুরকান্তি দাস

অথচ চুম্বন নামে কোন দেশ নেই
 যেখানে পরিখাঘেরা দুর্গ
 আর অনুগত সৈন্যদল নিয়ে
 শত্রুঠোঁটের আক্রমণ রুখে দিয়ে
 বিজয়নিশান ওড়াতে পারো পতপত,
 শান্তির কপোত উড়িয়েও 
সন্ধির প্রস্তাব ছিঁড়ে ফেলতে
 পারো কপট হেলায়
ছিলোই না অমন কোন দেশ,
 নইলে এ অবেলায়
 জনহীন করিডোরে
 প্রতিরোধ নেই;
 একাকী ঠোঁটে 
প্রতিকারবিহীন কেন
 মুছে চলো
 লালিমার একগুচ্ছ রেশ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...