বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

চলো ইতিহাস হয়ে উঠি ~ বৈশাখী রায়চৌধুরী

ভাষা নেই। 
শব্দ খুঁজি শব্দকোষে 
শরীর জুড়ে জন্মেছে অনেক আগাছা 
শ্যাওলা জমে সিঁড়িটা আজ বড়োই পিছল
ঠিক ছুঁতে পারি না প্রেম
তাই অনুপস্থিতিকেই অভ্যাস বানাতে হয় আমাদের
ম্যাপ মেনেও যখন পুরনো ঠিকানাটা খুঁজে পাই না,
তখন চারটে দেওয়ালকেই আঁকড়ে ধরে বেড়ে উঠি
অসমর্থতা যখন জাপটে ধরে হৃদপিন্ডটা
তখন পুরনো অ্যালবামটা আঁকড়ে ধরে মিস ইউ শব্দটাকেই ভালোবেসে ফেলি
এ সব ছেড়ে চলো ﯏একবার বেরিয়ে পড়ি শুধু নিজের জন্য
নিজেকে জ্বালিয়ে হয়ে উঠি এক অন্য কবিতা
ইতিহাস ছুয়েঁ চলো আর একবার ইতিহাস হয়ে উঠি ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...