বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

জানালা ~ কৃষ্ণকলি অন্তরালে

কড়িকাঠের উপর 
ধুলোবালি আঁকা
অনিয়মিত সব,
যা কিছু দৃশ্য 
বা অকথিত। 
তোমার চলে যাওয়ার 
নীরবতা। অভ্যস্ত 
দরজার পাল্লায়
ব‌িকট আওয়াজ,
দুজন‌ের চ‌েনা গন্ড‌ি
পেরিয়ে গ‌েছি !
চাকার নীচ‌ে টুকর‌ো
দৃশ্যপট!
জানালার বাইরে 
কৃষ্ণচুড়া গোধূলি
আমাকে একদ‌িন
ভালবাসতে শিখিয়েছিল। ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...