কড়িকাঠের উপর
ধুলোবালি আঁকা
অনিয়মিত সব,
যা কিছু দৃশ্য
বা অকথিত।
তোমার চলে যাওয়ার
নীরবতা। অভ্যস্ত
দরজার পাল্লায়
বিকট আওয়াজ,
দুজনের চেনা গন্ডি
পেরিয়ে গেছি !
চাকার নীচে টুকরো
দৃশ্যপট!
জানালার বাইরে
কৃষ্ণচুড়া গোধূলি
আমাকে একদিন
ভালবাসতে শিখিয়েছিল। ।
ধুলোবালি আঁকা
অনিয়মিত সব,
যা কিছু দৃশ্য
বা অকথিত।
তোমার চলে যাওয়ার
নীরবতা। অভ্যস্ত
দরজার পাল্লায়
বিকট আওয়াজ,
দুজনের চেনা গন্ডি
পেরিয়ে গেছি !
চাকার নীচে টুকরো
দৃশ্যপট!
জানালার বাইরে
কৃষ্ণচুড়া গোধূলি
আমাকে একদিন
ভালবাসতে শিখিয়েছিল। ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন