ফকীর,
তোমার রন্ধ্রে রন্ধ্রে সবুজ বাঁশীর বাতাস,
তোমার একতারাতে,
একটা রাতের,
বোঝাই মেঘের আভাস।
ফকীর,
তোমার কান্নাগুলো গান না হয়েই থাকুক,
দুই চোখেতে মেঘের পরশ বৃষ্টি হয়েই নামুক,
সেই জলেতে,
রঙ বোলাতে,
ও মন ... ঝপাং ঝাঁপাস।।
তোমার রন্ধ্রে রন্ধ্রে সবুজ বাঁশীর বাতাস,
তোমার একতারাতে,
একটা রাতের,
বোঝাই মেঘের আভাস।
ফকীর,
তোমার কান্নাগুলো গান না হয়েই থাকুক,
দুই চোখেতে মেঘের পরশ বৃষ্টি হয়েই নামুক,
সেই জলেতে,
রঙ বোলাতে,
ও মন ... ঝপাং ঝাঁপাস।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন