বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

ঝপাং ( ১) ~ শুভায়ন গাঙ্গুলী



ফকীর,
তোমার রন্ধ্রে রন্ধ্রে সবুজ বাঁশীর বাতাস,
তোমার একতারাতে,
একটা রাতের,
বোঝাই মেঘের আভাস।
ফকীর,
তোমার কান্নাগুলো গান না হয়েই থাকুক,
দুই চোখেতে মেঘের পরশ বৃষ্টি হয়েই নামুক,
সেই জলেতে,
রঙ বোলাতে,
মন ... ঝপাং ঝাঁপাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...