বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

সম্পাদিকার ডেস্ক

রোদ্দুর পা রাখলো সাড়ে তিন মাসে । আর এরই মধ্যে নিজের পরিচয়ের অনন্য আখরে নিজেকে চিহ্নিত করেছে সে । রোদ্দুরের  আগামী নিয়ে অনেক স্বপ্ন ! সুপ্ত সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য এক এক করে এগিয়ে চলেছি ...উজ্জ্বল আলোকের পথে । 
প্রথম যেদিন এই ব্লগ স্পট প্রকাশ করি , সেদিন পেজ ভিউ ছিল ১০১ , যা আজ ১৮৮২ ...ভীষণ আনন্দ হচ্ছে ! এ আনন্দ প্রতিটি সাহিত্য পিপাসু মানুষের জন্য । ' মুঠো ভরা রোদ্দুর' এর হাত ধরে রৌদ্রোজ্জ্বল আলোয়  ভরে উঠুক আমাদের অন্তর ও বাহির ..মুছে যাক সমস্ত কলুষতা , মলিনতা ...ধুয়ে যাক ক্লেদ আর পঙ্কিলতা ...আজ রোদ্দুরের সহাহতায় আমরা আরও একবার নতুন করে বেঁচে উঠি 

Because ....

                         The light shines down
                         With a heavenly glow
                         With pure light
                         And ...Hope 

শুভেচ্ছান্তে , 
পিয়ালী বসু 

                             


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...