বুধবার, ১২ আগস্ট, ২০১৫

মিনতির জন্য এলিজি ~ সেলিম আহমেদ



কিছু প্রিয় মানুষ শেষশয্যায় থাকে বহুদূরে
কখনো সুযোগ আসে কাছে যাওয়ার, হয়তো জীবনে একবার
কারো কারো জীবনে শুধু না যাওয়ার হাহাকার
মিনতি, গ্রাম আচকিপাড়া, পোষ্ট বাঘাইতলা, উপজেলা হালুয়াঘাট
জৈষ্ঠের এমন গরম এমনই তাপ, দৃষ্টি যতদূরে যেন মায়াময় বাষ্প পথ-ঘাট
দূরের নীল পাহাড় এতো বৃক্ষ বুকে রেখেও তাপদাহে কিছুটা কাহিল
বর্ডার গার্ড রেজিমেন্ট যুবক মোটা ক্যামেফ্লেজের কাপড়ে কুপোকাত
এপাশ ওপাশ হয়ে সরুপথ পৌঁছে দিয়েছিল মিনতির শেষ ঠিকানায়
বাড়ির এদিকটা একটু নির্জন বেশী
পরগাছাদের রঙিনফুলে বাড়িওয়ালা গাছ কিছুটা লজ্জায় কাঠ
তোমার পুরো উঠোন জুড়ে আকষি-শিকড়-ফুলে-ফলে
অনেকটাই শীতল, আমাদের পৃথিবী থেকে।
শান্ত বাড়ির পুকুর কখনো কী শব্দ তোলে কে জানে
বসবার সিমেন্টে গড়া চেয়ার একটু হাই তোলে
মিনতি, মাটির নীচের জীবনে আকাশছাদে টিন আছে?
আছে মুষলধারে টিনের শরীরে বৃষ্টির শব্দ, ওখানে আকাশের কী দুটো চাঁদ?
মধুজোৎস্নায় দ্বিগুন আলো ঢালে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...