বুধবার, ১২ আগস্ট, ২০১৫

জন্মের জোছনা জলে ~শৌনক দত্ত

রাত কেটে গেলো ছাদে
মুভির চোখ দৃশ্যের পর দৃশ্য বদলায়
আমি একা!
এ কি অপেক্ষা নাকি
সময়কে শৈশব ভেবে
আমি চোখের চাঁদে প্রতিশ্রুতি খুঁজে
পদাবলী লিখে রাখলাম।
দুরন্ত দুপুরে বানানো নীল ঘুড়িতে
কথাহীন শ্রাবণে
অপেক্ষাময় কি বেড়ে উঠেছিলো
কাঙাল জোছনায়
মানচিত্রহীন উদ্বাস্তু
নিবিড় প্রেমিকার ঠোঁট
নদীমাতৃক দেহে প্রসারিত মৃত্যু
মেঘ,চাঁদ,প্রতীক্ষা কিংবা বেঁচে থাকা


বিঃদ্রঃ অবাক আজ সব ৮কিন্তু খেয়াল করুন তারিখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...