১
চ্যাটচ্যাটে নরম। । ছোট একটা কাঁচের বাক্সে রাখা থাকতো।পাশে শোয়ানো নরম তুলি । মাকে দেখতাম সুন্দর করে বুলিয়ে নিতো ঠোঁটের চারধারে
লালচে আর হাল্কা গোলাপী মত। তুমুল আকর্ষণ ছিল জিনিসটার। পুজো কালে এক আধদিন সৌভাগ্য হতো ঠোঁটে সে সব স্বর্গীয় স্পর্শ পাওয়ার। আমার নরম গোলাপী রঙ খুব পছন্দের। আবেশ মাখানো গোধূলির সূর্য। খামখেয়ালে নষ্ট করে ফেলেছিলাম নরম চ্যাটালো এক জোড়া সুখ। রঙিন আকর্ষণ ।
২
রক্ত জমলে লক্ষ করেছি কেমন একটা ডার্ক শেড আসে। দামী কোম্পানির ম্যাট লিপস্টিকের মত। যতবার সুরজিৎ গায়ে হাত তুলেছে ততবার আমার সারা শরীরে ঘন হয়ে খেলেছে রঙিন মথ। যোনির পাশে গোলাপী ঠোঁট এঁকে দিয়েছিল সিগারেটের লালচে সেডে। জমাট রক্ত সুন্দরী নারী শরীরে স্বমৈথুন এর মতো। ক্রমশ এলিয়ে পড়ে যন্ত্রণারা।
৩
রাস্তার পাশে দাঁড়ানো কতগুলো অচেনা মুখ। কারা যেন বলল ওদিকে না তাকাতে। আমার খুব ইচ্ছে করছিল একবার দেখি। জড়ি তোলা সস্তা শাড়ি। গোলাপী ঠোঁট ,গলার পাশে, হাতে মেরুন আর কালচে লালের শেড। মার লিপস্টিকের মত গন্ধ পেলাম। শরীরটা অনেকটা চেনা,চেহারা টাও কেমন আমার মতো । তেলো দিয়ে ঠোঁট ঘসে তুলে ফেলেছি রঙিন মথের বিষ। আসলে শরীরে বাসা বেঁধে ফেলেছে খামখেয়ালি লাল লিপস্টিক ।
৪
কবিতার খাতায় পুড়ে যাওয়া সময়। চুম্বনের দাগ সমস্ত ক্ষত জুড়ে দিচ্ছে। অবিকল আগের মত নরম গোলাপী শরীর মথিত হচ্ছে জনহীন দুপুরে। আগ্রাসী রঙে ভেসে যাচ্ছে শরীর। প্রজাপতি রা এঁকে দিচ্ছে ঠোঁট ,ঘেঁটে যাচ্ছে সালিভার মত চিটচিটে লিপস্টিক ।
আসাধারন আবেশ... ভাষাহীন ...
উত্তরমুছুন