বুধবার, ১২ আগস্ট, ২০১৫

অপার্থিব ~ পরিযায়ী মেঘ


আমার দু'চোখে মোহনা
বুকের উপর দিগন্ত!
তার উপর দিয়ে হেঁটে যেতে যেতে
তুমি পেরিয়ে যাও,
কত শত শহর গ্রাম জনপদ !
আকাশে বিদ্যুৎরেখা
পথের উপর ঝড় বৃষ্টি দুর্যোগ,
পিছনে পড়ে থাকে
কত উত্থান পতন, মিছিল, আন্দোলন, বিপ্লব!
কত অনায়াসে উপেক্ষা কর
সমস্ত পরাভব !
পা এর নীচে পাশ ফিরে শোয়
কালপুরুষ ৷
তুমি বুঝতে পার না,
সে আত্মনিবেদনের জন্য
অপেক্ষা করতে থাকে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...