তুই কি এখনও জেগে আছিস
ঝিঁঝিঁ পোকার টানে ?
ঝিঁঝিঁ পোকার টানে ?
তুই কি এখনও বলতে ভুলিস
বৃষ্টি পড়ার মানে ?
তুই কি এখনও পদ্য লিখিস ?
ছন্নছাড়া ছন্দে ?
তুই কি এখনও হাসতে পারিস ?
হারা'র আনন্দে ?
তুই কি এখনও এলোমেলো ?
মেঘের আনাগোনায় ?
তুই কি এখনও বসে আছিস ?
ব্যস্ত স্বপ্ন বোনায় ?
তুই কি এখনও ভীষণ আদর?
ভীষণ রকম স্থবির ?
তুই কি এখনও রঙিন টানে
আঁকিস স্বপ্ন গভীর ?
তুই কি এখনও ...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন