বুধবার, ১২ আগস্ট, ২০১৫

পরিযায়ী ~ রিনা রায়

পরিযায়ী মেঘগুলো,
উড়ে যায় খেয়ালে-----
এক একটা দেশ ঘুরে
অন্য দেশের আড়ালে!
বৃষ্টিকণা ঝরেনা আর
নীল আকাশও একাকী----
মিঠে সুরে বাজিয়ে বাঁশী
রাখাল বালক শোনায় কি!
পাতায় পাতায় বাজছে সানাই
আশাবরী রাগে------
ব্যাকুল মন একলা কাঁদে
দুরন্ত এক আবেগে!
ঝিলিমিলি রোদ চিবুক ছোঁয়
ঝরনার কলতান----
রাখাল বালক বাজায় বাঁশি
ঝরে পড়ে অভিমান!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...