ইতিহাস জঠরে গেলে
আমাকে পেতেই পারো
পাথরের স্থির বল্কলে
ম্রিয়মান প্রাণহর
জীবাশ্মে, কৌশলে,
চন্দন গন্ধে গাঢ়
সখ্যতার আড়ালে
চন্দ্রসূর্য তারা
আকাশনীলে হারালে।
আমাকে পেতেই পারো
পাথরের স্থির বল্কলে
ম্রিয়মান প্রাণহর
জীবাশ্মে, কৌশলে,
চন্দন গন্ধে গাঢ়
সখ্যতার আড়ালে
চন্দ্রসূর্য তারা
আকাশনীলে হারালে।
তালুবন্দী মুঠো চেপে
ক' ফোঁটা বৃষ্টিরে এঁকে
আলগোছে সন্তর্পে
রাখো যদি স্মৃতি সিন্ধুকে।
ক' ফোঁটা বৃষ্টিরে এঁকে
আলগোছে সন্তর্পে
রাখো যদি স্মৃতি সিন্ধুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন