বুধবার, ১২ আগস্ট, ২০১৫

পাঁচ ফোড়ন ~ তুষার সেনগুপ্ত


আসন্নপ্রসবা মায়ের
পেটের বাচ্চাটা 
খিদেয় কাঁদে না
শুধুই দিন গোনে প্রসবের জন্যে..
***
উদ্ধত মাটি চোখ নাচিয়ে
আগুন ঝরাল আর
বিনম্র আকাশ চোখ নামাতেই
কয়েক পশলা বৃষ্টি..
***
পুরুষ,
তা সে ধ্যানে
বা নমাজেও
গন্ধ পেলেই মাংসাশী...
***
অলসতাও অলস বড়
বিষণ্ণতাকে থামানোর
অবশিষ্ট শক্তিটুকুও
সঞ্চয় করতে চায়...
***
শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে
শীতল মৃতদেহ উষ্ণতার খোঁজে নয়,
শুধুই পুড়তে চেয়ে চুল্লির পথে
অন্তিম যাত্রায়....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...