হিমবাহ-বিষাদ-ই জন্ম দেয় নদীর/
হিমাঙ্কের লীন তাপ চুঁষে;/
#
হিমাঙ্কের লীন তাপ চুঁষে;/
#
ঝর্ণা কাঁদে ---/
বিচ্ছেদে আছড়ে--জ্বলীয় ক্ষেপণের আতিশয্যে;/
#
বিচ্ছেদে আছড়ে--জ্বলীয় ক্ষেপণের আতিশয্যে;/
#
নদী কাঁদে ---/
লালজল---সাদা ফেনা বুকে,/
বহন প্রাবল্যের আধিক্যে;/
#
লালজল---সাদা ফেনা বুকে,/
বহন প্রাবল্যের আধিক্যে;/
#
পাড় কাঁদে---/
অন্তলীন ফল্গু স্রোতে---/
গলনে আকস্মিক পতনে বিলীয়মান ---হারানোর শোকে;/
অন্তলীন ফল্গু স্রোতে---/
গলনে আকস্মিক পতনে বিলীয়মান ---হারানোর শোকে;/
#
বদ্বীপ কাঁদে---/
বিচ্ছেদের বিসগ`কালের/
ভট্রাচাষ্য` জীবনের ঢ্যাপ ---বুকে নিয়ে;/
#
বিষাদই কাঁদে নদী হয়ে/
শিয়রের ডাঁড়ায়---/
মোহন পলির চুম্বক নাব্যতায় |
বিচ্ছেদের বিসগ`কালের/
ভট্রাচাষ্য` জীবনের ঢ্যাপ ---বুকে নিয়ে;/
#
বিষাদই কাঁদে নদী হয়ে/
শিয়রের ডাঁড়ায়---/
মোহন পলির চুম্বক নাব্যতায় |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন